শুভ সকাল
আশা রাখি সবাই ভালো আছেন।
আমি বিটকয়েনে খুব ক্ষুদ্র একটা মানুষ।
একদম নতুন বল্লেই চলে আমি এই বিটকয়েন নিয়ে খুব কম বুজি।
আমি এই বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চাই।
আমি আশা করি সবার মতামত আমার জন্য কাম্য।
আমার কিছু প্রেশ্ন,,,
১/বিটকয়েনে ইনকাম কিভাবে বেশি বেশি করা জাবে।
২/এ্যকটিবিটি কিভাবে বারাবো।
৩/আমার মেরিট খুব ভালো লাগে
আর আমি এই মেরিট কিভাবে সংগ্রহ করতে পারি আমাকে একটু বলেন সবাই।
আমার চিনিয়র জারা আছেন।
জুনিয়র মেমবার থেকে লিজেন্ডারি মেম্বার ভাইএরা আমার প্রতি একটি দৃষ্টি দিবেন প্লিজ।