শুভ সকাল
আশা রাখি সবাই ভালো আছেন।
আমি বিটকয়েনে খুব ক্ষুদ্র একটা মানুষ।
একদম নতুন বল্লেই চলে আমি এই বিটকয়েন নিয়ে খুব কম বুজি।
আমি এই বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চাই।
আমি আশা করি সবার মতামত আমার জন্য কাম্য।
আমার কিছু প্রেশ্ন,,,
১/বিটকয়েনে ইনকাম কিভাবে বেশি বেশি করা জাবে।
২/এ্যকটিবিটি কিভাবে বারাবো।
৩/আমার মেরিট খুব ভালো লাগে
আর আমি এই মেরিট কিভাবে সংগ্রহ করতে পারি আমাকে একটু বলেন সবাই।
আমার ছিনিয়র জারা আছেন।
জুনিয়র মেমবার থেকে লিজেন্ডারি মেম্বার ভাইএরা আমার প্রতি একটি দৃষ্টি দিবেন প্লিজ।
আপনি বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চান এটা অবশ্যই ভালো তবে পরিশ্রমের কোন বিকল্প নাই। আপনাকে বেশী বেশী করে ফোরাম সম্পর্কে জানতে হবে সর্বপ্রথম আর এজন্য বিভিন্ন পোষ্টের কমেন্টসগুলো পড়তে হবে সময় নিয়ে আর নিত্য নতুন আপডেট সম্পর্কে আপনাকে খবর রাখতে হবে।
মেরিটের বিষয়টা হলো আপনাকে ভালো ভালো কমেন্টস করতে হবে। আপনার পোষ্ট পড়ে যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে কেউ মেরিট দিতে পারে।
ধন্যবাদ।