AME টোকেন নিয়ে মোটামুটি এক ধরনের ঝর শুরু হইছে। অনেকে দেখি এইটা কিনতেছে আমি বাউন্টি থেকে কিছু পাইছিলাম তাই বিক্রি কইরা দিছি। এটা কিরকম হবে কেও কি এটা দেখছেন ভালোভাবে। যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর কি IEO প্রাইস অতিক্রম করতে পারবো?
AME ভালো একটি প্রোজেক্ট আর তাদের টিম ও খুব অ্যাক্টিভ । তাদের বেশ কিছু বড় ইনভেস্তর আছে যারা লং টাইম এর জন্য এইটাই ইনভেস্ত করেছে । আর আমি মনে করি এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর খুব তাড়াতাড়ি এটি IEO প্রাইস অতিক্রম করবে কারন তারা ঘোষণা দিয়েছে যে তারা বাউন্টি হানটার দের টোকেন বায় ব্যাক করবে ।