আমি কিছুদিন আগে বলেছিলাম আমার এক ফ্রেন্ড মারা গিয়েছে। তার কিছু ক্রিপ্টোতে ইনভেস্ট ছিলো।
অবশেষে তার ক্রিপ্টোতে করা ইনভেস্ট গুলো নিরাপদে তাদের পরিবারকে বুুঝিয়ে দিতে পেরেছি। যার ফলে নিজে থেকে অনকটা স্বস্তি বোধ করছি। যদিও তার পরিবার তার ইনভেস্ট গুলো ক্যশ করে নাই। তারা চাইছে তার ইনভেস্ট গুরো রেখে সেখান থেকে ভাল প্রফিট হয়ে তা দিয়ে তার কিছু ইচ্ছা পুরোন করবে। যার কারণে তার কয়েন গুলো তার ভাইয়ের নামে একটি একাউন্ট করে সেখানে ট্রান্সফার করে দিয়েছি।