AME টোকেন নিয়ে মোটামুটি এক ধরনের ঝর শুরু হইছে। অনেকে দেখি এইটা কিনতেছে আমি বাউন্টি থেকে কিছু পাইছিলাম তাই বিক্রি কইরা দিছি। এটা কিরকম হবে কেও কি এটা দেখছেন ভালোভাবে। যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর কি IEO প্রাইস অতিক্রম করতে পারবো?
নিশ্চিতভাবে তো বলতে পারবে না। তবে এই টোকেনটি অনেক হাইপ হচ্ছে যদিও এই টোকেনের একজন টিম মেম্বার স্ক্যামার এর তালিকায় আছে যেটা অনেকেই হয়ত জানেন না এবং উক্ত স্ক্যামার বাংলাদেশেরই একজন। আমি মনে করি এই প্রজেক্ট থেকে দূরে থাকাই উত্তম।