Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Saniati
on 29/12/2020, 15:21:59 UTC
আর আমি এখন থেকে রেগুলার বাউনটিতে কাজ করতে চাই। কিভাবে খুব সহজে এটা করতে পারি কিউ একটি পরিপূরণ ধারণা দিতে পারবেন?


আপনি বাউন্টি তে গিয়ে দেখেন সেখানে সব সুন্দর ভাবে বলা আছে। প্রথমত জেনারেল রুলস পরবেন। এবং রিপোর্ট সাবমিট বিষয়েও বলা থাকবে। আর যেই ক্যাম্পেইন এ কাজ করবেন সেটা নিয়ে সেই ক্যাম্পেইনের নিচে লিখা থাকে কিভাবে কাজ করতে হবে। কাজ করে রিপোর্ট সাবমিট করবেন। মন দিয়ে পরবেন তাহলেই পারবেন কঠিন কিছু না। আর ইউটিউবে এই বিষয়ে ভিডিও দেখে নিতে পারেন। ধন্যবাদ।