Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Shahinbd
on 30/12/2020, 11:53:29 UTC
বিটকয়েন ওয়ালেট কি ? কিভাবে একটি বিটকয়েন ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন জেনে নিই :

আসসালামু আলাইকুম,

ভুমিকাঃ  আজ আমরা জানব বিটকয়েন ওয়ালেট কি এবং কিভাবে একটি বিটকয়েন ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। তার আগে আমাদের জানা দরকার বিটকয়েন কি এবং বিটকয়েন কোথায় জমা হয় ইত্যাদি বিষয় তো একে একে আমরা সব জানব ।

ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন কি?  কিভাবে উপার্জন করা যায়  বিস্তারিত জেনে নিই।

বিটকয়েন ওয়ালেট ( Bitcoin Wallet ) কি ?

আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো দৈনন্দিন জীবনে আমাদের টাকা-পয়সা গুলো রাখতে একটি ম্যানি ব্যাগ ব্যবহার করি থাকি বা অন্য কিছু একটি ব্যবহার করে টাকা রাখতে ।  ঠিক তেমনি বিটকয়েন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে জমা করা বিটকয়েন গুলো তো আমাদের রাখা প্রয়োজন কোথায় রাখবেন ? এজন্য কিছু ওয়েব সাইট আছে যেগুলো আপনাকে বিটকয়েন জমা রাখতে দিবে এবং প্রয়োজনে লেন-দেন করতে পারবেন । অর্থ্যাৎ যেখানে বিটকয়েন জমা রাখা হয় তাকে বিটকয়েন ওয়ালেট ( Bitcoin wallet )  বলে

বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস

বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস হলো আপনার বিটকয়েন জমানোর ঠিকানা যেখানে আপনার বিটকয়েন জমা হবে ।যখন আপনি কোন একটি বিটকয়েন ওয়ালেট অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে একটি টুলস দেওয়া হবে যার মাধ্যমে একটি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস তৈরী করতে পারবেন । আর যখন কোন সাইট আপনাকে বলবে যে এখানে আপনার বিটকয়েন অ্যাড্রেস দিন তখন ঐখানে এটি দিতে হবে।

কয়েকটি বিটকয়েন ওয়ালেটের নামঃ

Coinbase
Blockchain
Coinpayments
Uphold etc
বিটকয়েন ওয়ালেট কি ফ্রি খোলা যায় ?

হ্যাঁ আপনি বিটকয়েন ওয়ালেট একদম ফ্রি তে খুলতে পারেন এক্ষেত্রে আপনার কোন ডলার ফি দিতে হবে না । কিন্তু আপনি যখন কোন লেন-দেন করবেন তখন সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি নিবে বিটকয়েন ওয়ালেট কোম্পানি এটিই তাদের সাধারণত তাদের লাভ। আবার কিছু সাইট আছে বিটকয়েন ওয়ালেট কোম্পানি আছে যারা তাদের   সার্ভিসে করা অ্যাকাউন্ট থেকে তাদের অন্য অ্যাকাউন্ট টে বিটকয়েন সেন্ট করতে কোন ফি কাটে না ।

যেমনঃ কয়েনবেজ ( Coinbase ) ।

কয়েনবেজ ( Coinbase ) ব্যবহারের সুবিধা

অনেক ওয়েব সাইট ও অ্যাপ কয়েনবেজ পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে ।
কয়েনবেজ থেকে অন্য কয়েন বেজ অ্যাকাউন্ট এ ইমেইল দ্বারা বিটকয়েন বা অন্য কিছু লেন-দেন করলে কোন ফি লাগে না ।
কয়েনবেজ এ বিটকয়েন ছাড়াও Lite coin, btc cash , etherium ইত্যাদি কয়েন ও জমা করে রাখা যায় ।
কয়েনবেজ ব্যবহার করা সহজ অন্য সব এর তুলনায় ।
কয়েনবেজ পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট সিকিউর রাখার সিস্টেম ।
কিভাবে একটি বিটকয়েন ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন ?

১। প্রথমে  এই লিংকে যান অথাবা ডাইরেক্ট Coinbase.com যেতে পারেন ।

২। তারপর মেনু থেকে Get Started বা Create Account এ যান ।

৩।  তার একটি ফর্ম পাবেন এটি সঠিক মতো পূরণ করবেন এবং শক্ত একটি পাসওয়ার্ড দিবেন

৪।  তারপর আপনার ইমেল একটি কনফার্মেশন ইমেল যাবে ।

৫।  ইমেইল চেক করুন দেখি এরকম মেইল পাবেন ভেরিফাই করুন ।

৬।   এখন আপনার নাম্বার টি দিন তারপর একটি কোড যাবে ঐ কোড বসিয়ে দিন ।

৭।  কোড টি এখানে বসিয়ে দিন ।

৮। আমাদের অ্যাকাউন্ট টি হয়ে গেছে নিচের স্ক্রিনশটে আমাদের অ্যাকাউন্ট এর ইন্টাফেস টা দেখতে পাচ্ছি এখন আমাদের একটি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস তৈরী করতে হবে এজন্য Tools এ যায়।

১০।  তাহলে স্ক্রিনশটে মার্ক অংশে আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস টি দেখতে পাবেন এটি আপনার পেমেন্ট নেওয়ার ঠিকানা ।

বিটকয়েন নিয়ে কিছু তথ্য

বিটকয়েন কে সংক্ষেপে BTC বলে
বিটকয়েন ওয়ালেটে অ্যাড্রেস কে সংক্ষেপে BTC wallet address বলে
বিটকয়েন এর একক হলো সাতোশি