Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Shahinbd
on 01/01/2021, 12:46:00 UTC
বিটকয়েন কী ?
টিকয়েনকে কেউ যদি ভীষণ ঝুঁকিপূর্ণ স্টক বা শেয়ার বলে মনে কন , যা আজকে আমির কালকে ফকির বানিয়ে দিতে পারে , যার মুখে প্রায় পুরােটাই কারসাজি এবং জালিয়াতি , তাহলে তাকে মােটেও দোষ দেওয়া যায় না । সে রকম ঘটনাই শােনা যাচ্ছে এবং লােকমুখে কাছে । ঝুঁকির ব্যাপারটা ভুলও নয় , আমির - ফকিরের পাল্টাপাল্টি হওয়ার অনুমানটাও প্রায় সঠিক । সেটা যারা বিটকয়েনের হু লােক , তারাও বলছেন । কিন্তু এসব কোনােটাই বিটকয়েন নয় , এটা হলাে বিটকয়েন নিয়ে যা চলছে । বিটকয়েন সাম্প্রতিককালের একটি অন্যতম আবিষ্কার , ব্লকচেইন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি প্ৰষম ক্রিস্টোমুদ্রা ( cryptocurrency ) । বিটকয়েন জাল বা হ্যাক সু খুব কঠিন , বিশেষজ্ঞরা বলছেন এটা পৃথিবীর অন্যতম নিরাপদ সফটওয়্যার । তারা একমত যে বিটকয়েনের মূলে যে ব্লকচেইন প্রযুক্তি , তা যুগান্তকারী এবং অত্যন্ত নির্ভরযােগ্য । ব্যাংক , অর্থনৈতিক প্রতিষ্ঠন এবং অন্যান্য বহু শিল্পপ্রতিষ্ঠানের ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার পৃথিবীতে লার , ইউরাে , ইয়েন , রুপি , টাকা ইত্যাদির মতাে প্রায় দুই শ মুদ্রা রয়েছে । বিটকয়েন তাদের মতাে একটি মুদ্রা , তবে এটা সফটওয়্যারের নাম নেটওয়ার্কে নেই। কিন্তু মুদ্রার সব প্রিয়াজনীয় বিভাগাবলীর হয়; কিছু করা উচিত না বিমান বিটকেনকে ইন্টারনেট মুদ্রা'ও বলছেন। একই সাথে বাইকেনেন সিস্টেমের ঠিকানা। হারিয়ে যাওয়া হচ্ছে। দাম কমেছে এবং বাড়ির। কাজটি এটির অন্যান্য সংস্থাগুলির মানসিকতায় ভয়াবহ পদ্ধতি তবে এর অবধি নিখরচায় থাকা উচিত।

ক্রিপটো মুদ্রার :
যেমন দেশের অবস্থান, বড় অঙ্কের দেশ - জোগানের জন্য যেমন ব্যাংক পরিষদ, বাইকয়েনেই চূড়ান্ত হওয়া যায় না। এই মুদ্রার পরিস্থিতি বৈশিষ্ট্য বৈকল্পিক। এটি কোনও দিন বা প্রতিষ্ঠানের আশীর্বাদপুষ্ট বা নিয়ন্ত্রিত নয়। এর কোন ভৌগলিক বাধা গণ্ডি নেই। এটি সরাসরি সতর্কীকরণ নেটওয়ার্ক (পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক), যার যার মধ্যে মধ্যে মধ্যে কোন সরকার সরকার সরকার সরকার সরকার সরকার সরকার সরকার, সরকার সরকার,,, হাতবদল শীঘ্রই দ্রুত, ফটোগুলি সমষ্টি। ফলাফল মারাত্মক। চিত্তে যেমন - মেটাল কিছু সহজ, অনেক সময় দ্রুত, গন্ডির কিছু না, ভিসা গবেষণা করা যায়, ঠিক তেমনিভাবে কাগজটি মুদ্রার হয়ে থাকে 'ক্রিপ-সংঘর্ষের বহুগতির অগ্রগতির একটি চিত্র ্রে্রে্রে এটি্রে্রে্রে এটি কোন সন সন ক সন সন সন সন সন সন সন সন সন সন এটি সম্পূর্ণ নতুন এবং সচেতনতামূলক একটি উদযাপন, যা মনে রাখা দরকার সামনে

বিটকয়েন মাইনিং কী ?
বিটকয়েন মাইনিং বা আহরণ অনেকটা খনিজ পদার্থ আহরণের মতােই । সব দিকে মিল আছে , কিন্তু এর কোনাে বাস্তব খনি নেই । বাস্তব কোনাে খনিজ পদার্থও নেই । তবু এটাকে কম্পিউটার বা তদ্রুপ মেশিন দিয়ে আহরণ করা যায় । মিলগুলাে এই জায়গায় , খনিজ পদার্থ আহরণে সময় লাগে , পরিশ্রম লাগে , জ্বালানি লাগে । কখনো অল্প সময়ে বেশি পদার্থ পাওয়া যেতে তে পারে , কখনাে গলদঘর্ম হয়েও খনি থেকে কিছু পাওয়া গেল না । এটি যত তােলা হবে , বাকিটুকু তুলতে তত বেশি কঠিন হয়ে পড়বে । এটি যত দুর্লভ হবে এবং মানুষের কাছে যত বেশি লােভনীয় হবে , পদার্থের দাম তত বেশি হবে । যেমন সােনা বা হীরা । এরা দুর্লভ বলে , এদের মাটির ওপরে এবং নিচে মিলিয়ে মােট পরিমাণ সীমিত বলে , এদের খামারে বা ল্যাবরেটরিতে সহজে - সস্তায় উৎপাদন করা যায় না বলে এবং সবাই এদের চায় বলেই এদের দাম এত বেশি । বিটকয়েনকে গাণিতিক সূত্রের মাধ্যমে দুর্লভ করা হয়েছে । আবার একটা বিটকয়েন হারিয়ে গেলে সেই অভাবটা আর কোনােভাবেই পূরণ হবে না । সােনা হারিয়ে গেলে যেমন পৃথিবীর মােট সােনা কমে যাচ্ছে , সেই রকম । কাজেই এটাকে তাত্ত্বিকভাবে হলেও সম্পূর্ণই মূল্যবান পদার্থের মতাে কল্পনা করা যায় । একে আহরণ করতে অনেক জ্বালানি লাগে , অনেক পরিশ্রম লাগে । তারপরও হলফ করে বলা যায় না যে একটা বিটকয়েন পাওয়া যাবে । পরিশ্রম ’ কথাটা এখানে কম্পিউটারের সিপিইউ ' বা বিটকয়েন।

 ব্লকচেইন কী ?
ব্লকচেইন একটা প্রযুক্তি , যার ওপরে ভিত্তি করে মূলত বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোমুদ্রার আবিষ্কার হয়েছে । প্রতিটি লেনদেন এই ব্লকচেইনে থাকছে , একে বলে পাবলিক লেজার , বাংলা করলে দাঁড়ায় ‘ উন্মুক্ত খতিয়ান ' । এটি সবার জন্য উন্মুক্ত । একটি লেনদেন পাকা হয়ে উম্মুক্ত খতিয়ানে যেতে হলে এই ব্লকচেইন নেটওয়ার্কের সিংহভাগ নােডকে ( কম্পিউটার বা বিশেষ ধরনের কম্পিউটার - জাতীয় মেশিন ) সহমত হতে হবে । এই সহমত হওয়ার একটা লাগসই পদ্ধতিও ( Consensus Rule ) রয়েছে । পরিশেষে জটিল একটি গাণিতিক সমস্যার সমাধান করতে হয় , যাকে বলে প্রুফ অফ ওয়ার্ক ' । যারা এটা করে তাদের বলে ‘ মাইনার ' । প্রথম যে সমাধান করতে পারবে সে বিজয়ী , সে পুরস্কার হিসেবে বিটকয়েন পাবে । ৫০ টি বিটকয়েন দিয়ে শুরু , কয়েক বছর পরপর এটা অর্ধেক হয় । একটি ব্লক নেটওয়ার্কে প্রথম যােগ করতে পারলে বর্তমান পুরস্কার ১২ দশমিক ৫ টি বিটকয়েন । কিছুদিন পরপর এটা অর্ধেক হয়ে যাবে , সেটাও ব্লকচেইন প্রযুক্তির একটা প্রটোকল । মাইনাররা আবার সহমত হতে ভােট দিচ্ছে । অসংখ্য মাইনার কাজ করে যাচ্ছে ।