বিটকয়েন মিক্সিং :
আমরা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত তারা বিভিন্ন সময় ক্রিপ্টো বা বিটকয়েন ট্রান্সেকশন করে থাকি। এই ট্রান্সেকশন আমরা একটি এড্রেস থেকে অন্য একটি এড্রেসে করে থাকি। এভাবে এড্রেস টু এড্রেস বিটকয়েন ট্রান্সেকশন করার ফলে খুব সহজেই ট্রেস করা যায় আপনি কোথায় কোথায় কতটুকু পরিমানে বিটকয়েন ট্রান্সেকশন করলেন। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে সবাই অজ্ঞাতনামা, সবাই নিজের পরিচয় গোপন রাখতে চায়। আমাদের প্রাইভেসি রক্ষার জন্যই বর্তমানে বিটকয়েন মিক্সিং ব্যবহৃত হয়। বিটকয়েন মিক্সিং হল একটি থার্ড পার্টি সফটওয়্যার যেখানে আপনাকে একটি ওয়ালেট খুলতে হবে। এখন মনে করুন আপনি আপনার বন্ধুর ওয়ালেটে বিটকয়েন ট্রান্সেকশন করতে চান। প্রথমে আপনাকে বিটকয়েন মিক্সারে বিটকয়েন সেন্ট করতে হবে এবং বিটকয়েন মিক্সারে আপনার বন্ধুর ওয়ালেট সেট করে দিতে হবে। এখন বিটকয়েন মিক্সার আপনার বিটকয়েন অন্যান্য বিটকয়েনের সাথে মিক্সিং করে তারপর আপনার বন্ধুর ওয়ালেটে সেন্ট করে দিবে। এভাবে বিটকয়েন ট্রান্সেকশন করলে কেউ আপনার ওয়ালেট ট্রেস করতে পারবে না।
বিটকয়েন মিক্সিং এর প্রয়োজনীয়তা:
১. যেসব দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ সেখানে নিজের পরিচয় গোপন রাখার জন্য এটি ব্যবহৃত হতে পারে।
২. মনে করুন আপনার ওয়ালেটে অনেক পরিমান বিটকয়েন জমা আছে। এখন ক্রিমিনালরা যদি এটা জানতে পারে তবে আপনার জীবনের জন্য এটা ঝুঁকিপূর্ন হতে পারে।
৩. আপনার ওয়ালেটে অনেক পরিমান বিটকয়েন জমা আছে এটা ক্রিমিনালরা জানতে পারলে তারা বিভিন্ন ধরনের ফিশিং ইমেল বা মেলওয়ার (malware) সেন্ট করতে পারে।
৪. আপনি যদি কোন এক্সচেঞ্জে KYC সাবমিট করে থাকেন এবং সেখান থেকে যদি আপনি আপনার ওয়ালেটে বিটকয়েন withdraw করেন তবে খুব সহজেই আপনাকে ট্রেস করা যাবে।
কিছু বিটকয়েন মিক্সারের উদাহরণ:
১. MyCryptoMixer.com
২. BitMixer.io
৩. Blender.io
৪. BitMix.Biz
৫. BESTMIXER.MX
এছাড়াও আরো অনেক বিটকয়েন মিক্সার বা বিটকয়েন টাম্বলার আছে।
বি:দ্র: এই বিষয়ে যদি কারো আরো বেশি জানা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন।
বিটকয়েন মিক্সার বেশিরভাগই স্ক্যাম করে। আর বড় এমাউন্ট সেন্ড করলে ঝুঁকি থেকে যায়। বিটকয়েন টাম্বলার/মিক্সার নিয়ে জানতে গিয়ে কয়েনজয়েন সম্পর্কে জানতে পারি। Wasabi Wallet এবং Samourai Wallet Coinjoin Technology use করে। এটা নিয়ে বাংলায় পোস্ট করার অনুরোধ রইল। সময় পেলে না হয় আমিই পোস্ট করব।
আবার এন্ড্রোয়েড এ
Incognito Wallet এর খোঁজ পেয়েছি। যেখানে কয়েন সোয়াপের ব্যবস্থা আছে। এরা কোন টেকনোলজি ইউজ করে জানিনা। খুব সম্ভব প্যারালেল ব্লকচেইন ব্যবহার করে। এর মাধ্যমে ফ্রিতে বিটকয়েন, ইথার, BNB এবং মনেরো ট্রান্সফার করা যায়। আন্ত সোয়াপের ব্যবস্থা তো আছেই। ওভারল ওদের ব্যবস্থা খুবই ভালো লেগেছে।
বর্তমানে কয়েন মিক্সিং এর চেয়ে কয়েনজয়েন বেশি ব্যবহার হয় এবং নিরাপদ। কিন্তু মনে রাখবেন। যেটাই ইউজ করেন, এক্সচেঞ্জে ডিপোজিট, উইথড্রোয়ালে ঝামেলায় পড়তে পারেন। কারণ গতবছর বিনান্স কয়েনজয়েন এ অংশ নেয়ায় এক জনের বিটকয়েন লক করেছিল।
https://www.reddit.com/r/CryptoCurrency/comments/ecud4w/binance_freezes_btc_linked_to_wasabi_coinjoin_and/