AME টোকেন নিয়ে মোটামুটি এক ধরনের ঝর শুরু হইছে। অনেকে দেখি এইটা কিনতেছে আমি বাউন্টি থেকে কিছু পাইছিলাম তাই বিক্রি কইরা দিছি। এটা কিরকম হবে কেও কি এটা দেখছেন ভালোভাবে। যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর কি IEO প্রাইস অতিক্রম করতে পারবো?
Amepay মোটামুটি ভালো প্রজেক্ট। তবে দেখা যাক সামনে কি হয়। ফেব্রুয়ারিতে টপ ৩ এক্সচেঞ্জের একটায় লিস্ট হওয়ার কথা আছে। এখনো এই প্রজেক্ট নিয়ে ক্লেয়ার কিছু বলা যাচ্ছে না। BKEX এ লিস্ট হলেও deposit বন্ধ আছে।