Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Suvo6622
on 03/01/2021, 09:03:22 UTC
খুবই ভালো লাগলো যে আমাদের লোকাল এই থ্রেডের অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে স্পাম কিছুটা কমেছে এবং পাশাপাশি সিনিয়র কিছু মেম্বারও এক্টিভ হয়েছে। আশা করছি সবাই ভালো মানের পোস্ট করবেন যাতে কেউ আমাদের স্পামার বলতে না পারে। পাশাপাশি যাদের মেরিট আছে তারা ভালো কোয়ালিটির পোস্টে অবশ্যই মেরিট দেবেন। এতে সবাই ভালো পোস্ট করার জন্য অনুপ্রানিত হবে।

মেরিট নিয়ে উপরে অনেকগুলো পোস্ট আছে, অনেকেই চেক না করেই জিজ্ঞেস করছে মেরিট কি এবং কিভাবে পেতে হয়। যাই হক, আমি আবার গুছিয়ে একটা পোস্ট করার চেষ্টা করছি যেটা আমাদের থ্রেড মডারেটর আশা করছি উনার থ্রেডে লিংক করে দেবেন যাতে নতুনরা থ্রেড থেকেই জানতে পারে।

মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

মেরিট এর প্রয়োজনীয়তা
ফোরামে র‍্যাংক আপ করতে হলে আপনাকে অবশ্যই মেরিট থাকতে হবে। তাছাড়া মেরিট থাকার মানে হল আপনি একজন ভালো মানের পোস্টার যা আপনাকে একতা ভালো সিগ্নেচার ক্যাম্পেইনে একচেপ্ট হতে সহায়তা করবে। নিচে বিভিন্ন র‍্যাংকের জন্য প্রয়োজনীয় মেরিট সংখ্যা দেয়া হল।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি

আমাদের এই থ্রেডে যারা বিটকয়েন এবং এর টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করবে তাদের আমি মেরিট দেব। শুরু করুন। যেসব ব্যাপার বুঝতে পারবেন না সেক্ষেত্রে আমি আছি, আমাদের মডারেটর আছেন + আরো সিনিয়র মেম্বার আছেন যারা আপনাকে সহায়তা করবেন অবশ্যই।
নোটঃ স্পাম পোস্ট দেখলে রিপোর্ট করতে ভুলবেন না।
আমি জানতে চাই এই থ্রেডে থেকে কিভাবে আমি মেরিট পেতে পারি নিউবি দের জন্য কি মেরিট এর ব্যাবস্থা আছে জনিয়র মেম্বর আর মেরিট এর মধ্যে সম্পর্ক কি ? আমি শুনেছি যে ত্রিশ টা পোস্ট করলে মেরিট পাবো ,এই মেরিট টা আমাকে কে দেবে আমি কোথা থেকে পেতে পারি....