Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Cadaver20
on 04/01/2021, 04:57:51 UTC
কিন্তু আমি যদি ভিপিএন বেবহার করে কাজ করি, তাহলে কি সমস্যা হবে?
আসলে ভিপিএন ব্যবহার করে আপনি আপনার আইপি এড্রেস, লোকেশন গোপন রাখতে পারেন। কিন্তু এড্রেস টু এড্রেস বিটকয়েন ট্রান্সেকশন করলে, কেউ যদি আপনার এড্রেস ট্রাকিং করতে চায় তাহলে আমার মনে হয় না ভিপিএন কোন কাজে আসবে। কারন বিটকয়েন এড্রেস অলরেডি অজ্ঞাতনামা। তারপরও ট্রাকিং হচ্ছে।