Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pragna
on 04/01/2021, 15:49:45 UTC
যদি কেউ বিটকয়েন ক্রয় অথবা বিক্রয় করতে চান তবে আমাদের দেশীয় সাইট রয়েছে। এই সাইট থেকে Coinbase, LTC, XRP, XLM, Ethereum, Dogecoin, এইসকল ওয়ালেট এর মাধ্যমে ক্র‍্যাইপ্টোকারেন্সি বিক্রয় করে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।
এখানে ভোটার আইডি কার্ড এর মাধ্যমে আপনার তথ্য প্রদান করতে হবে এবং আপনার তথ্য ভেরিফাই করার মাধ্যমে আপনার একাউন্ট টি চালু হবে।
বলে রাখা ভালো সর্বনিম্ন $10 এর ক্র‍্যাইপ্টোকারেন্সি আপনি বিক্রয় করতে পারবেন।


https://ipdbse.com/access/subscriber/login
কতটা বিস্বস্ত এই সাইট, আপনি কোনো লেনদেনের প্রমাণসহ লিখুন, এগুলো বেশিরভাগ বিস্বস্ততার সহিত লেনদেনে অসমর্থতার প্রমাণ দেয়।


আমারও তাই মনে হয় যদিও আমি কখনো লেনদেন করিনী এসব সাইট থেকে ডলারে কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে কিছুটা হলেও অনুমান করতে পারি। বেশীরভাগ ক্ষেত্রে এসব সাইট সমস্যা করে বিশেষকরে বড় কোন লেনদেন এর সময় যদি কোন ঝামেলায় পড়েন তাহলে আর রক্ষা নাই তাই বুঝে শুনে এসব সাইটে লেনদেন করবেন বাংলাদেশে থেকে।

ধন্যবাদ।