Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Abdullah500
on 14/01/2021, 17:57:29 UTC
আমাকে নেগেটিভ ট্রাস্ট দেয়া হয়েছে। আমি কিভাবে সেই ভাইয়ের সাথে কথা বলতে পারি। কুয়ট করে নাকি এসএমএস করে।সকলের সহযোগিতা কামনা করছি।
আপনি ব্যান ইভাশন করেছেন, মানে আপনার একটা একাউন্ট আগে ব্যান হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে ফোরাম আপনাকে আর কোন একাউন্ট ব্যবহার করার অনুমতি দেয় না। আপনার এই একাউন্ট শীঘ্রই ব্যান হয়ে যাওয়ার কথা। এই নেগেটিভ ফিডব্যাক রিমুভ করতে পারবেন না।
যদি আপনার আগে কোন একাউন্ট ব্যান না হয়ে থাকে তাহলে যে নেগেটিভ ফিডব্যাক দিয়েছে তাকে মেসেজ দিয়ে বোঝানোর চেষ্টা করুন, যদিও Vod রিমুভ করবেনা।

ভাই আমার একাউন্ট শুধু এইটা কিন্তু আমি যাকে একটা টকেন দিয়েছিলাম তার একাউন্ট ব্যান হয়েছিল এর আগে হয়ত। যে এড্রেস এ আমি টকেন দিয়েছি সেও একই এড্রেস এ টকেন দিয়েছে। আর এইটাই কারণ হিসেবে ধরেছে।