Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 21/01/2021, 15:20:41 UTC
Bitcoin সম্পর্কে জানতে Bitcoin Discussion আর ভাল sub নেই। ঐটা signature spammer দের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বরং Development & Technical Discussion, Bitcoin Technical Support আর Beginners & Help এ শিক্ষণীয় বিষয়ে এখনো আলোচনা হয়।
এইটা ঠিক যে ওই বোর্ডে এখন খুব ভালো আলোচনা হয় না। অনেক স্পামার ওইখানে সিগ ক্যাম্পেইন এর জন্যে স্পাম করে। তবে এইটাও সত্য যে ওইখানে অনেক ইন্টারেস্টিং তথ্যবহুল পোস্ট দেখা যায়। টেকনিক্যাল বোর্ডে শুধু বিটকয়েনের টেকনিক্যাল দিকগুলো নিয়েই আলোচনা হয় যা যারা বিটকয়েনকে ভালো মত জানতে চান তাদের জন্য খুবই উপকারী।
বিটকয়েন দাম নিয়ে আলোচনা করার জন্য কিংবা ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো অনুসরণ করার জন্য বিটকয়েন স্পেকুলেশন সাববোর্ড অনেক তথ্যবহুল বলা যায়।