Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
SpaceSuite
on 03/02/2021, 19:30:10 UTC
উঠিয়ে নেয়ার জন্য সরকারকে দেখিয়ে কিছু করুন  :ড যেমন হতে পারে- বিটকয়েন কিনুন একটা সাইনবোর্ড কোথাও লাগিয়ে দিন কিংবা বিটকয়েন- ভবিষ্যতের মুদ্রা এই টাইপ কিছু লিখে সাইনবোর্ড লাগান। তাহলে সরকারের নজরে আসবে আস্তে আস্তে।
মন্দ কন নাই ভাই। পশ্চিমি দুনিয়ায় এইটা কিন্তু বেশ কিছু দেশে হইসে।