উঠিয়ে নেয়ার জন্য সরকারকে দেখিয়ে কিছু করুন :ড যেমন হতে পারে- বিটকয়েন কিনুন একটা সাইনবোর্ড কোথাও লাগিয়ে দিন কিংবা বিটকয়েন- ভবিষ্যতের মুদ্রা এই টাইপ কিছু লিখে সাইনবোর্ড লাগান। তাহলে সরকারের নজরে আসবে আস্তে আস্তে।
কিডিং করছি। আমাদের দেশের বড় আসনে বসে থাকা লোকগুলোর মধ্যে যোগ্যতার বড় অভাব। যার জন্য আমাদের পিছিয়ে থাকা লাগতেছে।
আমাদের দেশে হবে । কিন্তু সময় লিগবে । আর যখন বাংলাদেশের সরকার বোঝবে যে আসলে বিটকয়েন ভবিষ্যতের মুদ্রা । কিন্তু তখন আমাদের দেশ অন্যান্য দেশের থেকে ৫\৬ বছর পিছিয়ে যাবে।