আজকে একজন গ্রুপে জিজ্ঞাসা করল কেউ ব্লকচেইন ডেভেলপার কিনা। ভালো লাগলো প্রশ্নটা শুনে। অন্যান্য দেশ এক্ষেত্রে অনেকটাই এগিয়ে। তারা বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করছে। আমাদের এইখানে কেউ আছেন কি? থাকলে সাড়া দিয়েন। যদিও আমাদের অনেক লিমিটেশন রয়েছে।
বাংলাদেশ থেকে এটা অনেক difficull আমি মনে করি কারন আমরা অনেক পিছিয়ে আছি। যদিও আমাদের অনেক Teaching people আছে কিন্তু তারা একটা লিমিটেডের মধ্য রয়েছে। আশা করি এসব থেকে আমরা বের হতে পারবো।