Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
iranationBD
on 14/02/2021, 05:39:45 UTC
বড় ভাইদের কাছ থেকে জানতে চাই। বাংলা বোর্ডে অন্য বোর্ডের মতো সাজানো গোছানো নেই কেনো? আমি এএলটিকয়েনটকে ও দেখেছি সেখানে সুন্দরভাবে সাজানো গোছানো। কিন্তু বিটকয়েনটকে এর সম্পূর্ণ বিপরীত। এখানে শুধুমাত্র সিরিয়ালি কমেন্ট করা যায়। কোন টপিক নেই এর কারণ কি?
আমার মনে হয়। অনেক বাংলাদেশি বাউন্টি হান্টার বিটকয়েনটকের বাংলা বোর্ড সম্পর্কে জানেন না এই কারণে। আর বাংলাদেশিরা এজন্য এখানে কম আসে। আমি বাউন্টিতে জয়েন হই প্রায় ১ বছর থেকে। আমিও জানতাম না বিটকয়েনটকে বাংলা বোর্ড আছে। দুই দিন আগে মনের কৌতূহলে ফোরামের সার্চ অপশনে সার্চ দিয়েছিলাম বাংলাদেশ লিখে। তাই বাংলা বোর্ডের খোঁজ পেলাম। না হয় আমিও জানতাম না, ফোরামে যে বাংলা বোর্ড আছে।
এইটা বাংলা বোর্ড না, একটা টপিক মাত্র। যদিও অনেকেই এডমিনের কাছে আলাদা একটি বাংলা বোর্ডের জন্য আবেদন করেছে, এডমিন এখনো সেটা মঞ্জুর করেনি কারন আমাদের এই টপিকে কিংবা বাংলাদেশ থেকে ক্রিপ্টোর প্রতি ইন্টারেস্টেড মানুষের সংখ্যা অনেক কম। যদি এক্টিভিটি থাকত বেশি তাহলে হয়ত এডমিন আমাদের আলাদা একটি বোর্ড দিত।
ভাই বাংলাদেশ থেকে অনেক একটিভ মেম্বার বাউন্টি করে। শুধুমাত্র বোর্ড নেই এজন্য এখানে একটিভিটি কম এটা এডমিনকে বুঝানো উচিৎ বলে মনে করি। যদি বোর্ড থাকতো এক্টিভিটি আরও বাড়ত। যেমন আমিও জানতাম না বাংলা নিয়ে টপিক আছে, তেমনি অনেকে জানেননা।