আজকে একজন গ্রুপে জিজ্ঞাসা করল কেউ ব্লকচেইন ডেভেলপার কিনা। ভালো লাগলো প্রশ্নটা শুনে। অন্যান্য দেশ এক্ষেত্রে অনেকটাই এগিয়ে। তারা বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করছে। আমাদের এইখানে কেউ আছেন কি? থাকলে সাড়া দিয়েন। যদিও আমাদের অনেক লিমিটেশন রয়েছে।
বাংলাদেশ থেকেও অনেক ব্লকচেইন ও ওয়েব ডেভেলপার আছে, কিন্তু তারা ভুয়া ICO ওয়েবসাইট তৈরি করে সকলের ফান্ড চুরি করে। আবার অনেক ভালো ডেভেলপার আছে, যারা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে কিন্তু ব্যক্তিগত তথ্য দিতে অনিচ্ছুক। ব্লকচেইন ডেভেলপমেন্টের জন্য যেসব বিষয় জানার প্রয়োজন আছে, সেগুলো হলো: ওয়েব ডেভেলপমেন্ট শেখার পাশাপাশি (
HTML, CSS, JavaScript, MARN( MERN= MongoDB, AngularJS, ReactJS, NodeJS) , Jquery, Bootstrap, PHP, CMS এর মধ্যে Wordpress প্রভৃতি) Git, Go Programming language, Solidity/Ethereum, Tuffle, Docker, HyperLedger, Vagrant প্রভৃতি।