সবাই কে Active করাতে পারলে হযত এক সময় approved হবে!
লোকাল বোর্ড হবার জন্য যে পরিমাণ এক্টিভিটি প্রয়োজন আমাদের এখানে সে পরিমাণ এক্টিভিটি নেই। কিছুদিন পূর্বে অনেক ভালো পোস্ট করা হতো, অনেক মেম্বার একটিভ ছিলো, কিন্তু এই সংখ্যাটি পোস্ট এবং মেম্বার দুই সেক্টরেই কমে গেছে। সবাই একটিভ হয়ে ভালো পোস্ট করতে থাকলে হয়তো খুব শীঘ্রই ভালো সংবাদ আসবে।
I will want to $200 BTC invest so any advice to you where i can invest safely?
আপনার এই পোস্ট করার জন্য আলাদা বোর্ড আছে ফোরামে। Trading Discussion এ এই রিলেটেড পোস্ট/আলোচনা করা হয়।
আর এখানে যদি করতে চান তাহলে বাংলা ভাষা ব্যবহার করুন। আপনার অনেক ভাই-ব্রাদার এখানে আছে। তারা অনেক ভালো ভাবে আপনাকে হেল্প করবে আশা করি।