Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
ranakhan60
on 21/02/2021, 05:44:35 UTC
আমি নতুন। আমি বেশ কিছু Bounty করেছি। Bounty শেষে যখন টোকেন ডিসট্রিবিউট হবে তখন একাউন্টে যদি ডলার জমা হয় তাহলে সেটা তুলব কি করে। মানে একাউন্টে থাকা ডলার টা ক্যাশ করা পর্যন্ত পুরা প্রসেস টা কেউ বুঝিয়ে দিতে পারবেন?
খুব কনফিউশানে আছি এই ব্যাপারটা নিয়ে।
আসলে এখানে কনফিউশনের কিছু নেই আপনি যদি বাউন্টিতে কাজ করেন এবং অনলাইনে যেকোন কয়েনের প্রজেক্ট এ জয়েন হোন আর আপনি যদি সে কয়েনটা আপনার ওয়ালেট এ পেয়ে যান। তাহলে সেই কয়েন টা সর্বপ্রথম আগে আপনাকে দেখতে হবে কোন এক্সচেঞ্জ আরে অ্যাড আছে তো আমরা স্বাভাবিক ভাবে জানি যে যেকোনো কয়েন বা টোকেন আমরা এক্সচেঞ্জ করতে পারি শুধুমাত্র এক্সচেঞ্জার এর সাহায্যে বর্তমানে অনলাইনে অনেক এক্সচেঞ্জার আছে।তারমধ্য দেখতে হবে আসলে সেই কয়েন টা কোন এক্সচেঞ্জার অ্যাড আছে সেই একচেঞ্জ আরে আপনার ওয়ালেট থেকে সে কয়েনটা ডিপোজিট করে এক্সচেঞ্জ করে টপ কয়নি রূপান্তরিত করতে পারবেন যেমন বিটকয়েন ইথেরিয়াম ইউএসডিটি এই ধরনের টক কয়েনে রুপান্তরিত করতে পারবেন করে সেটা উইথড্র করে আপনি সেই ডলার টি আপনি অন্য কারো কাছে সেল দিয়ে আপনি আপনার বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ব্যাংকিং এর মাধ্যমে সেটা বাংলাদেশের টাকায় রূপান্তরিত করতে পারবেন।
আসলে প্রত্যেকটা কয়েন কেনাবেচা হয় বাংলাদেশেও। তবে তার মধ্যে টপ কয়েন গুলো বেশি কেনাবেচা হয় তো আপনি চাইলে টপ কয়েন বিশ্বস্ত ব্যক্তির কাছে ছেলে দিয়ে বাংলাদেশের টাকায় রূপান্তরিত করতে পারবেন ধন্যবাদ আশা করি এই পোস্টটি আপনি সব জানতে পারবেন আরো যদি জানার থাকে অবশ্যই জেনে নেবেন ধন্যবাদ