সম্প্রতি সময় টিভির একটা নিউজ অনুযায়ী দেখলাম, কতৃপক্ষ বিটকয়েন ব্যবহারকারীদের ধরার চেষ্টা করছে। এইটা করে আমার মনে হয় না তারা বিটকয়েন ব্যবহারকারী কমাতে পারবে। আমি বুঝি না তারা কেন এইটা ব্যবহারের সু্যোগ দিচ্ছে না।
মানি লন্ডারিং কি কখনো কোন সরকার বন্ধ করতে পারবে? বিটকয়েন তো আরো ট্রান্সপারেন্ট সিস্টেম। এইখানে চুরি করে বাচা অনেক টাফ বটে।