Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
সাবধান সবাই!!!
by
Swopon
on 02/03/2021, 01:06:48 UTC
⭐ Merited by Halab (2) ,DTalk (1)
এখানে সবাই আমরা ক্রিপ্টো লেনদেন করে থাকি। আমরা আগেও করেছি হয়তো সামনেও করবো যদি বেঁচে থাকি, আর কোনো বিপদ যদি না আসে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে। এটি নিয়েই একটু বলতে চাই।

ফেসবুক এ দীর্ঘ দিন ধরে দেখছি একদল লোক প্রতিদিন তাদের এয়ারড্রপ থেকে পাওয়া কিংবা কোথাও ইনভেস্ট করে প্রফিট পেয়ে সেটি পোস্ট দিয়ে সবাইকে জানাচ্ছে। এসব কাজ এর জন্য ফরসেজ নামক এম এল এম টাইপের একটি সাইট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা শেয়ার করছে তারা আপনার আমার ফ্রন্ডলিস্ট এই আছে।

বাংলাদেশ এ ক্রিপ্টোকারেন্সি বৈধ নয় এবং এটি ব্যবহার করা এখন পর্যন্ত সংবিধানের বাইরে। কিন্তু আমি বিশ্বাস যারা এই ফোরামে আছে, তারা দেশের সাথে বেইমানি করছে না। সেই বিশ্বাস থেকেই বলছি, সবাই খুব সতর্ক হয়ে যান। না হলে অচিরেই আপনার জীবন দূর্বিষহ হয়ে উঠবে।

আপনার আমার ফ্রেন্ডেলিস্ট এ যারা আছে এবং এসব কাজ করে তাদের একটু বুঝিয়ে বলবেন, যদি এমন কাজ চোখে পড়ে। কারন সরকার এর পক্ষ থেকে এটি অবৈধ এবং গোয়েন্দা বিভাগ এটি নিয়ে কাজ করছে। সুতরাং, সাবধানতাই পারে আপনার আমার জীবনের একটি কালো অধ্যায় থেকে বাঁচাতে। সবাই যার যার জায়গা থেকে সতর্ক ও সাবধান থাকি।

সরকারকে বোঝানোর থেকে আপনার ঐ বন্ধুটিকে বোঝানো অনেক সহজ হবে। যাবতীয় লেনদেন এর ম্যাসেজ ডিলিট করে দিন। ক্রিপ্টো নিয়ে পাবলিক প্লেসে আলাপ আলোচনা বন্ধ রাখুন।