Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Swopon
on 02/03/2021, 16:48:41 UTC
আর এটি সত্য যে, সরকারের উচিত বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নিয়ম-কানুন তৈরি করা, নাকি সম্পূর্ণরূপে বাতিল করা। কারন সরকার যদি ক্রিপ্টো ব্যবহারের নিয়ম-কানুন তৈরি করার ঘোষণা দেয়, তাহলে বড় বড় ক্রিপ্টো কোম্পানি সরকারকে সহযোগিতা করবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কারণ ক্রিপ্টোর তুলনায় ফিয়েটকারেন্সিতে মানি লন্ডারিং বেশি হয়।
ক্রিপ্টোকারেন্সি এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে সরকারের অবশ্যই এটা নিয়ে কাজ করার জায়গা রয়েছে। মানিলন্ডারিং আসলে কোন ভাবেই ঠেকানো সম্ভব কিনা এটা আমার জানা নেই। একটি চলমান প্রক্রিয়া আমার যতদূর মনে হয়। আবার ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রে এটি ঠেকানো খুব একটা সহজ প্রক্রিয়া হবে না।

ক্রিপ্টোকারেন্সি একটি মাধ্যম যেখানে গ্লোবাল ফান্ডরাইজিং করা সম্ভব হয়। সরকার অবশ্যই অনেক দিক থেকেই বেনিফিটেড হবে।  হয়তো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানির আগমন ঘটতে পারে। আমাদের দেশের ফ্রিল্যান্সাররা যেমন পেপাল ইউজ করতে পারে না ঠিক তেমনি ক্রিপ্টোকারেন্সিও ইউজ করতে পারতেছে না বৈধ ভাবে। ক্রিপ্টোকারেন্সি বৈধতার মাধ্যমে অবশ্যই ফ্রিল্যান্সাররা উপকৃত হবে। শুধুমাত্র মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে ভালো রেংকিং এ আছে ফ্রিল্যান্সার এর দিক থেকে। ক্রিপ্টোকারেন্সি এর লেনদেনসহ হিসাব করা হয় তাহলে আমাদের দেশ আমি মনে করি প্রথম তিনের মধ্যে থাকবে । বুল রানের মধ্যে অনেকেই অনেক ভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে উপকৃত হয়েছে যেমন ট্রেডিং করে। সাম্প্রতিক সময়ে আমি ও দিনের কিছুটা টাইম ব্যয় করছি যাতে এ বিষয়ে ভালো জ্ঞান রাখতে পারি। যদি স্ট্র্যাটেজি জানা থাকে অবশ্যই এই সেক্টরের ভালো করা পসিবল।

যাইহোক অনেক কথা বললাম কিন্তু ফরসেজ নিয়ে আসলে কিছু বলতে চাই না এখন। আজকে একজনের সাথে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে তো সেজন্য চাচ্ছি না আসলে এটা নিয়ে অনেক বেশি কথা বলতে। তবে আপনার কথাগুলো যুক্তিসঙ্গত এবং ভাল মনে হয়েছে।