ভারত বিটকয়েন ব্যাংক স্থাপন করছে তাই হয়ত খুব তাড়াতাড়ি আমাদের দেশেও বিটকযেন অনুমোদন হতে যাচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশ ব্যাংক বিষয় টা আমলে নিবে।
বাংলাদেশে কখনোই এতো তারাতাড়ি আসবে নাহ ভাই, তার প্রধান কারণ হলো আমাদের দেশের অনেক লোক নিজেদের কালো টাকা পাচার করতেছে বাহিরে বিটকয়েন ইউজ করে তা সরকারের চোখে পড়েছে । পাপ করতেছে বড় বড় রাঘব বোয়াল রা ভাই আমরা কষ্ট করে ইনকাম করি কিন্তু আমরা ধরা পরলে জাবিন নেই৷ অথচ বিগ ফিস রা ধরাছোয়ার বাহিরে থেকে যাচ্ছে।