Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
heroalam
on 06/03/2021, 07:03:41 UTC
এইখানে কেউ কি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করেন? যেমন- লেজার ন্যানো কিংবা ট্রেজর কিংবা অন্য হার্ডওয়্যার ওয়ালেট? যদি করে থাকেন তাহলে একটু দয়া করে বলবেন আপনারা কিভাবে বাংলাদেশে এনেছেন এবং কাস্টমস এ ঝামেলা কেমন করে? কোন কিছু জিজ্ঞেস করে? মানে রিস্ক আছে কি?

আমি কিনতে চেয়েছিলাম কিন্তু আমার ফ্রেন্ড যখন অর্ডার করে তখন সেটা কাস্টমস আটকে দেয় এবং তাকে যেতে বলে। বন্ধু ভয়ে আর যায়নি।