কয়েনবেজ থেকে কয়েনবেজ মেইল এ সেন্ড করার সময় এরর দেখিয়ে ১০$ পরিমাণ লাইটকয়েন (LTC) গায়েব হয়ে গেছে। এটা কি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? ট্রানজেকশন হিস্ট্রি তে আউটগোয়িং কোনো কিছুই নেই।
জ্বী আপনি তাদের সাপোর্টে মেইল করেন। তারা কিছু জানতে চাইবে দিবেন ব্যাক দিয়ে দিবে।