কয়েনবেজ থেকে কয়েনবেজ মেইল এ সেন্ড করার সময় এরর দেখিয়ে ১০$ পরিমাণ লাইটকয়েন (LTC) গায়েব হয়ে গেছে। এটা কি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? ট্রানজেকশন হিস্ট্রি তে আউটগোয়িং কোনো কিছুই নেই।
আমার একবার এই রকম হয়েছিলো আমি একটা ভুল মেইলে কয়েনবেজ থেকে সেন্ড করেছিলাম কিন্তু কিছু করা লাগছিলো না কিছুদিন পরে মনে হই ১৫ থেকে ২০ দিনের মদ্ধে আমার সব ডলার ফেরত এসেছিলো। আপনিও কিছুদিন অপেক্ষা করেন ফেরত পেয়ে জাবেন যদি না আসে তাহলে তাদের হেল্প লাইনে কথা বলতে পারেন।