Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
sedinvore
on 07/03/2021, 05:45:26 UTC
আমার এক পরিচিত কৃপ্টো ফ্রেন্ড বিটকয়েনটকে নেগেটিভ ট্রাস্ট পেয়েছে। এটা রিমোভ করার জন্য কি করতে হবে? সিনিয়র ভাইদের কেউ এই বিষয়ে অবগত থাকলে দয়া করে রিপ্লাইয়ে সাপোর্ট বোর্ডের লিংকটা দেন। আর না থাকলে কিভাবে রিমোভ করা যাবে এ বিষয়ে একটু সাহায্য করেন।

খুব বেশি কিছু করার নেই তবে কেন নেগেটিভ ট্রাস্ট পেয়েছে সেটা জানালে আরো ভাল হয়। যদি কোন স্ক্যাম করে থাকে অথবা স্ক্যাম প্রোমোট করে তবে নেগেটিভ ট্রাস্ট রিমোভ করা হবে না। আর অন্যান্য রুলস ব্রেক এর জন্য যদি সেটা নেগেটিভ ট্রাস্ট পেয়ে থাকে সেটারও বেশিরভাগ সময় কিছু করার থাকেনা। সবচেয়ে ভাল হয় যেই ডিটি মেম্বার নেগেটিভ ট্রাস্ট দিয়েছে তার সাথে কথা বলা এবং পারলে সমাধান করা। যদি মনে করেন আপনার সাথে অন্যায় করা হয়েছে তবে Scam Accusation এ টপিক বানিয়ে অন্য সবাইকে জানাতে পারেন। শুভকামনা রইলো।