আমার এক পরিচিত কৃপ্টো ফ্রেন্ড বিটকয়েনটকে নেগেটিভ ট্রাস্ট পেয়েছে। এটা রিমোভ করার জন্য কি করতে হবে? সিনিয়র ভাইদের কেউ এই বিষয়ে অবগত থাকলে দয়া করে রিপ্লাইয়ে সাপোর্ট বোর্ডের লিংকটা দেন। আর না থাকলে কিভাবে রিমোভ করা যাবে এ বিষয়ে একটু সাহায্য করেন।
নেগেটিভ ট্রাস্ট দেয় মূলত কিছু কারণে যেমন
বাউন্টি তে ডাবল একাউন্ট করা।
কারো পোস্ট কপি করে পেস্ট করা।
অযথাই কমেন্টস করা যেটা স্পাম।
এখন কথা হলো কোনো মোডারেট এমনি এমনি নেগেটিভ ট্রাস্ট দেয়নাহ ভাইজান আবার ভুল হলে হতেও পারে। আপনি ট্রাস্ট এ ক্লিক করুন আপনার ফ্রেন্ড এর এর পর দেখবেন যে কি কারণে দিয়েছে যদি সেটা ভুল হয় তাহলে আপনি ফোরামে রেপুটেশন বোর্ডে পোস্ট করতে পারেন ডিটেলস লিখে ধন্যবাদ।