Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
iranationBD
on 10/03/2021, 18:27:22 UTC

সে কোন স্ক্যামিং করেনি। একটা প্রজেক্টের এমাতে প্রশ্ন করেছিল। আর সেটাকে স্পাম ধরে নিয়েছে। আচ্ছা দেখি, ডিটি টিমকে বলে ঠিক করাতে পারি কিনা।।।
শুধুমাত্র স্প্যাম করার জন্য কোন ডিটি মেম্বার নেগেটিভ ট্রাস্ট দিয়েছে শেয়ার করা যাবে কি? কারন স্প্যাম করলে সেটা মডারেটরের কাছে রিপোর্ট করা যায় কিন্তু তার জন্য নেগেটিভ ট্রাস্ট দেয়া যায় না। শেয়ার করলে ভালো হত। যাই হোক, ডিটি টিম বলতে আসলে তেমন কিছু নেই। অনেক ডিটি মেম্বার আছে, আপনি কাকে বলবেন? তার চেয়ে বরং আপনি রেপুটেশন বোর্ডে আপনার ইস্যু নিয়ে পোস্ট দিন। অন্যান্য মানুষ এবং অন্যান্য ডিটি মেম্বাররা কি বলে দেখুন।
ভাই তার নেগেটিভ ট্রাস্টে রেফারেন্স এটা দিছে। এখানে সর্বশেষ আইডিটা (coinrabbi) আমার এক ফ্রেন্ডের।
https://bitcointalk.org/index.php?topic=5265512