Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Saniati
on 15/03/2021, 12:22:47 UTC
প্রতিনিয়ত ফোরামের পোষ্ট ডিলেট হবার কোন কারণ কি কারো জানা আছে? আমার একজন ফ্রেন্ড বিটকয়েনটকে নিয়মিত পোস্ট করে এবং সে খুব একটিভ। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু পোস্ট ডিলিট হচ্ছে রেগুলার, যা আগে হতো না। এই ফোরামের রুলস কি কোন পরিবর্তন করা হয়েছে? নাকি সবকিছু আগের মতোই আছে। সে আমাকে জানিয়েছে তার প্রতিদিন কোন না কোন পোস্ট ডিলিট হচ্ছে এবং একদিন তার 26 টি পোষ্ট পর্যন্ত ডিলিট হয়েছিল। ফোরামের কোন বড় রেঙ্ক করা আইডি চাইলে কি রিপোর্ট দিয়ে পোস্ট ডিলিট করতে পারে? নাকি এগুলো চেক করা হয়?

বেসিক্যালি আমি তাকে খুব ছোট কিংবা স্পাম পোস্ট করতে দেখিনি। হয়তো কিছু পোস্ট কোয়ালিটি কম সম্পন্ন হতে পারে কিন্তু একেবারে স্প্যাম পোস্ট ছিলো না। এখন এই থেকে পরিত্রাণের কোন কারণ কি কারো জানা আছে আর আসলে এগুলা কেন হচ্ছে এটা কি কেউ কোন উত্তর দিতে পারবেন?

মূলত off tropic এ আলোচনা করার জন্য ডিলিট হয়েছে আমার মতে।