Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
DTalk
on 15/03/2021, 12:31:45 UTC
বেসিক্যালি আমি তাকে খুব ছোট কিংবা স্পাম পোস্ট করতে দেখিনি। হয়তো কিছু পোস্ট কোয়ালিটি কম সম্পন্ন হতে পারে কিন্তু একেবারে স্প্যাম পোস্ট ছিলো না। এখন এই থেকে পরিত্রাণের কোন কারণ কি কারো জানা আছে আর আসলে এগুলা কেন হচ্ছে এটা কি কেউ কোন উত্তর দিতে পারবেন?
ব্যাপারটা এমন না যে খুব ছোট পোস্ট করলেই ডিলিট হবে কিংবা খুব বড় পোস্ট করলেই ডিলিট হবে না। পোস্ট কোয়ালিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনি শুধুমাত্র অন টপিকে লিখলেও সেটা ডিলিট হতে পারে যদি আপনি যা লিখেছেন সেটা আপনার আগে কেউ লিখে থাকে। সেক্ষেত্রে আপনার পোস্ট রিপিট করা বুঝায় যেটা এলাউড না। এইসব কিছু থেকে পরিত্রানের উপায় হল একটা পোস্টে রিপ্লাই দেয়ার আগে পুরো পোস্ট ভালোমত পড়তে হবে এবং কে কি লিখেছে সেটা দেখতে হবে। এইসব কিছু ঠিক থাকলে কেবল তখনই আপনি শিউর হতে পারবেন যে আপনার পোস্ট ডিলিট যোগ্য না।
আপনার ফ্রেন্ডের পোস্ট ডিলিট হওয়ার কারন এইগুলোর যে কোন একটি অবশ্যই। তবে যদি এইটা মাঝে মধ্যেই হয়ে থাকলে তার যুক্তিগত কারণ এইরকম হতে পারে- অল্টাকয়েন বোর্ডে অনেক পোস্ট হয় প্রতিদিন যার অনেকগুলো পোস্টই আসলে ডিলিট করার মত, মানে উপরের স্ট্যান্ডার্ডগুলো ফলো না করলে ডিলিট হওয়ার মত। কিন্তু পর্যাপ্ত মডারেটর না থাকার কারনে কিংবা পর্যাপ্ত রিপোর্ট না হওয়ার কারনে সেগুলো ডিলিট হয় না। কিন্তু ফোরামে কিছু হাই প্রোফাইল আছেন যারা মাঝে মধ্যেই একসাথে অনেক পোস্ট রিপোর্ট করে থাকেন যদি সেগুলো স্পাম হয়। তখন সবার পুরোনো পোস্টগুলি ডিলিট করা হয়। সম্ভবত আপনার ফ্রেন্ডের ক্ষেত্রেও একি ব্যাপার ঘটেছে। তবে এইটা আমার অনুমান মাত্র।