Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
musafar37
on 31/03/2021, 14:46:23 UTC
বাংলাদেশে এখন বিট কয়েন বৈধতা পাবার সম্ভাবনা কতটুক?
গত কিছুদিন ধরে বাংলাদেশের প্রশাসন বিটকয়েন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনছে,প্রিন্ট-মিডিয়াতেও দেখাচ্ছে বিটকয়েন একটি অবৈধ, অন্যদিকে সরকার প্রিল্যান্সারদের পরিচয় দিবে বলে প্রচার ও করেছে।আজ পর্যন্ত বিটকয়েন বাংলাদেশে অবৈধ, হয়তো-বা ভবিষ্যতে  প্রিল্যান্সার হিসেবে বৈধতা দিতেও পারে।বাংলাদেশী হিসেবে বিটকয়েন ক্রয়-বিক্রয়ে  সতর্ক হওয়া উচিত।