অ্যাটার্ক এর শিকার হতে পারি। আমি বলবো না সে কারনে আপনি ডাস্টিং অ্যাটার্ক এর শিকার হবেন না।
তাহলে আমরা এখন জানবো কিভাবে আমরা ডাস্টিং অ্যাটার্ক বুঝতে পারবোঃ
আমরা যখন আমাদের মূল ব্যালেন্সে হঠাৎ করে বা অপ্রত্যাশিত ভাবে কোনো ছোট এমাউন্ট রিসিভ করবো তখন বুঝতে হবে এটি ডাস্টিং অ্যাটার্ক। অপ্রত্যাশিত ভাবে বলতে আপনার জানামতে কেউ আপনাকে কোনো এমাউন্ট পাঠায়নি। আর কেউ যদি কাউকে এমাউন্ট পাঠায় তাহলে এতো কম এমাউন্ট কেউ পাঠাবে না।
কারন হ্যাকাররা এমন ছোট এমাউন্ট পাঠায় যে এমাউন্ট আপনার কোনো কাজে আসবে না,, ১০ -১২ সাটোশি এমাউন্ট দিয়ে কিছু হবে কি, না কিছুই হবেনা। তারা এই ছোট এমাউন্ট পাঠিয়ে সেই এড্রেস এর উপর ট্রাকিং ঠিক রাখে।
ডাস্টিং অ্যাটার্ক সাধারনত ব্যক্তিগত বা গ্রুপ ভিত্তিক হয়ে থাকে। তাই আমাদের ওয়ালেট ও একচেন্জ এর লেনদেন এর বা আমােদর ব্যক্তিগত তথ্য থার্ড পার্টি হতে নিরাপদ রাখা খুবই প্রয়োজন।
কারন ক্রিপটো বিশ্বে অনেক ধরনের স্ক্যামার রয়েছে। তাই ক্রিপটো বিশ্বে নিজের তথ্য গোপন রাখা খুবই গুরুত্বপূর্ণ।
আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডাস্ট এমাউন্ট কেমন হতে পারে এবং কিভাবে ডাস্টিং অ্যাটার্ক এর শিকার বুঝবো।
এখন আমরা জেনে নিবো যে ডাস্টিং অ্যাটার্ক এর হাত থেকে কিভাবে নিজেদের কে নিরাপদে রাখবো।
প্রথমে এর বিপদ সম্পর্কে জেনে নেইঃ হ্যাকাররা সাধারনত খুব ছোট এমাউন্ট পাঠিয়ে থাকে এবং তারা সেই এমাউন্ট পাঠানোর পর তারা সেই এড্রেস কে খুব সহজেই ট্রাকিং করতে সক্ষম হয়। কারন আপনি যখন কাউকে কোনো এমাউন্ট পাঠাবেন তখন তার এড্রেস ট্রাক করতে পারবেন খুব সহজেই। আর এই কারনেই হ্যাকাররা এই ছোট এমাউন্ট পাঠিয়ে এড্রেস কে ট্রাকিং করতে থাকে। আর তারা যদি ট্রাকিং করে আপনারা সকল তথ্য খুজে বের করতে পারে তাহলে আপনি খুব সহজেই তাদের কাছে
ভাই আপনি আমার লেখা কপি করেছেন কেনো। দয়া করে এরপর আর কপি বা পেস্ট করবেন না। আপনি আপনার পোস্টটি ইডিট করে ভালো কিছু লেখেন। যদি বারবার এরকম ভুল করতে থাকেন, তাহলে আপনি নিষিদ্ধ হবেন। আপনি নতুন সদস্য তাই আপনার ফোরামের রুলসগুলো পড়ে নেওয়া উচিত ছিলো।আমি মনে করি আপনি কোনো রুলস না পড়েই এই ভুলটি করেছেন৷ আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন