Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা
by
Kayum10029
on 06/05/2021, 15:27:56 UTC
হ্যালো ব্রো,
কোন কারণ ছাড়া অ্যাকাউন্ট গুলি সাসপেন্ড হয় কেন? হোম পেজে লিখা থাকে কনো এক মডারেটর একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ডাইরেক্ট ম্যাসেস বা স্পাম এর কারনে,আসলে আমি তো কাউকে ই ম্যাসেস করিনি আর স্পাম ও করিনি।আমি বাউন্টিতে রিপ্লে করে সাইন আউট করে চলে গেছি।পরে লগ ইন করে দেখলাম আমার একাউন্ট সাসপেন্ড।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিওর রাখতে পারবো ?
অনেক ক্ষেত্রে আপনি যদি কোন লেখা কপি পেস্ট করে রিপ্লাই দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কোন না কোন সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে সাসপেন্ড করার কোন কারন লাগেনা । তারাও অহেতুক একাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। প্রথমদিকে আমারও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে নষ্ট হয়ে গেছে নষ্ট গেছে। তবে আপিল করলে কোন কাজ হয়না।