হ্যালো ব্রো,
কোন কারণ ছাড়া অ্যাকাউন্ট গুলি সাসপেন্ড হয় কেন? হোম পেজে লিখা থাকে কনো এক মডারেটর একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ডাইরেক্ট ম্যাসেস বা স্পাম এর কারনে,আসলে আমি তো কাউকে ই ম্যাসেস করিনি আর স্পাম ও করিনি।আমি বাউন্টিতে রিপ্লে করে সাইন আউট করে চলে গেছি।পরে লগ ইন করে দেখলাম আমার একাউন্ট সাসপেন্ড।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিওর রাখতে পারবো ?
অনেক ক্ষেত্রে আপনি যদি কোন লেখা কপি পেস্ট করে রিপ্লাই দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কোন না কোন সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে সাসপেন্ড করার কোন কারন লাগেনা । তারাও অহেতুক একাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। প্রথমদিকে আমারও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে নষ্ট হয়ে গেছে নষ্ট গেছে। তবে আপিল করলে কোন কাজ হয়না।