Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 25/05/2021, 01:06:26 UTC

সুন্দরভাবে গুছিয়ে এত সহজভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আমার কথা হলো ভাই এর নেগেটিভ ট্রাস্ট কেন দেয় অনেকে প্রোফাইলে পোস্ট করার পরে দেখি তাদেরকে নেগেটিভ ট্রাস্ট দেয় এটা থেকে বাঁচার উপায় কি
আপনি যদি কোন অনৈতিক কাজ করে থাকেন তাহলে ফোরামে আপনাকে অনৈতিক লোক হিসেবে পরিচয় করিয়ে দেয়ার জন্যই নেগেটিভ ট্রাস্ট। অনুরুপভাবে, যদি আপনি খুব ভালো কাজ করেন, তাহলে আপনাকে পজিটিভ ট্রাস্ট দেয়া হতে পারে।
ট্রাস্ট সিস্টেম সম্পর্কে আরো জানতে- https://bitcointalk.org/index.php?topic=631891.msg53828556#msg53828556

আর একটা কথা, আপনি এত বড় পোস্ট কেন কোট করেছেন?