নতুনদের জন্য পোস্ট। অনেক নতুন ইউজার আছে যারা ক্রিপ্টোকারেন্সি কি জানেন না।
ক্রিপ্টোকারেন্সি হল একটি ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। এই মুদ্রা বাস্তবে দেখা যায় না ধরা যায় না এবং কি ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। এই ক্রিপ্টোকারেন্সি মুদ্রা শুধু ভার্চুয়াল অনলাইনে মাধ্যমে লেনদেন হয়ে থাকে। এখানে তৃতীয় পক্ষের কোন অস্তিত্ব নেই শুধু পেয়ার তু পেয়ার লেনদেন হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি মুদ্রা গুলি হল বিটকয়েন ইথেরিয়াম পলকাডট ডগি কয়েন রিপল ইত্যাদি।