হ্যালো ভাই,
আমি বিটকয়েনটক আসছি বেশি দিন হয়নি।
আমি একটা কাজে খুব চিন্তিত আমি এখনো নিউবাই।
আমি কিভাবে বেশি বেশি মেরিট পেতে পারি সে নিয়ে যদি আমাকে কিছু ধারণা দিতেন তাহলে এই গ্রুপে অনেকে আছে জারা এই রকম প্রশ্নের উত্তর খুচ্ছে কিন্তু পাচ্ছে না তাই ছিনিয়র ভাইদের কাছে আমার জানার ইচ্ছা কিভাবে বেশি বেশি মেরিট পেতে পারি।
প্লিজ সবাই একটু আমার এই ছোট লেখাটা পরেবেন আশা করি।
এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে একটি বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ম এল সালভেদরের কংগ্রেসে এক ভোটাভুটিতে বিটকয়েনকে আনুষ্ঠানিক মুদ্রার এই স্বীকৃতি দেয়া হয .