বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।
আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।
বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
আগস্ট মাসের ৪ তারিখ বা তারপর পরেই হতে যাচ্ছে বহুল আলোচিত এই হার্ডফোর্ক যার নাম দেওয়া হয়েছে ”লন্ডন হার্ডফোর্ক” যা ১২,৯৬৫,০০০ ব্লকে সংঘটিত হবে। গ্যাস ফি গত কয়েকমাসে অনেকটা কম আছে এবং আশা করা যাচ্ছে এই হার্ডফোর্কের মাধ্যমেই আরো কমবে এবং আগে যে টিপিএস (ট্রানজেকশন পার সেকেন্ড) ছিলো হার্ডফোর্কের পরে তা কয়েকগুণ বাড়বে এবং ট্রানজেকশন দ্রুততর হবে আগের চেয়ে। গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখে বিকনচেইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইথারিয়াম ২.০ এর যাত্রা শুরু হয়। বর্তমানে দ্বিতীয় ধাপ “শার্ডচেইন” চলতেছে। তাদের ৩ টি ধাপ সম্পন্ন করতে ধারণা করা হচ্ছিলো ২০২১ সালের ডিসেম্বর বা আগামী বছরের প্রথম কোর্য়াটার পর্যন্ত লাগতে পারে। তার আগ পর্যন্ত তাদের আগের ভার্সণের মাধ্যমেই ট্রানজেকশন সম্পন্ন হবে (বর্তমানে যা চলতেছে) এবং পুরাপুরি সম্পন্ন হলেই কেবল ভার্সন ২.০ ব্যবহারযোগ্য হবে এবং ট্রানজেকশন দ্রুততর হবে ও ট্রানজেকশন ফিও কমবে। তবে আমি এখনও আনুষ্ঠানিক কোন তথ্য পাইনি যে এই হার্ডফোর্কের মাধ্যমেই কি ভার্সন১.০ এর পরিবর্তে ২.০ এর যাত্রা শুরু হবে নাকি আরো সময় লাগবে। আর হা, যে কোন হার্ডফোর্কই সেই কয়েনের দামের উপর প্রভাব ফেলে যা গত কয়েকবছর ধরে দেখে আসতেছি। আমার মনে হয়না এ বছর বিটকয়েনের গতিবিধির উপর ইথারিয়ামের দাম নির্ভর করবে বরং ইথারিয়ামের আপন গতির উপর চলার সম্ভাবনাই বেশি। যদিও ইথারিয়াম নেটওয়ার্কের ব্যবহার আগের চেয়ে অনেক কমে গেছে এবং বাইনান্স স্মার্টচেইনের ব্যবহার সেই অংশটা নিয়ে নিয়েছে।