Post
Topic
Board Other languages/locations
Re: ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক !
by
Rahman11
on 03/08/2021, 11:53:01 UTC
বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।