আমরা অনেকেই ট্রাস্ট ওয়ালেট ইউজ করি এখন,বাউন্টি বা এয়ারড্রপ করার জন্য এর বিকল্প নেই এবং ইজি ইউজ করা, কিন্তু ঈদানিং খেয়াল করবেন অনেক ফেইক টোকেন আমাদের ওয়ালেটে পাঠাচ্ছে হ্যাকার রা, গতকাল আমার ওয়ালেটে ভেরা নামক টোকেন আসে এবং সেই হ্যাকার রা হুবুহু অর্জিনাল ভেরা টোকেন এর মতো টোকেন পাঠায় এবং তাদের টোকেনে ক্লিক করলে যখন ডিলেটস জানতে চাই তখন দেখি তারা সোয়াপ করার জন্য একটা ওয়েব সাইটে নিয়ে যায়, আমি টোকেন টা অন্য এক্সচেঞ্জে সোয়াপ করতে চাই যেগুলা সচরাচর ইউজ করি সেখানে সোয়াপ হয়নি তাই সোয়াপ করিনি, আমার কিছু ফ্রেন্ড লোভে পড়ে তাদের এক্সচেঞ্জে গিয়েছিলো সোয়াপ করতে এখন তাদের ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে, ভালো ভালো সব টোকেন হ্যাকার নিয়ে গিয়েছে এক রাতের ভেতরেই। তাই যারাই ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন ভুয়া টোকেন সোয়াপের থেকে সাবধান, এবং প্যানকেক সোয়াপ, বা ইউনিসোয়াপ এমন নাম করা এক্সচেঞ্জ ছাড়া উলটা পালটা এক্সচেঞ্জে ওয়ালেট কানেক্ট করবেন নাহ। আশা করি আমার লিখাটা আপনাদের একটু হলেও উপকারে আসবে ধন্যবাদ।