Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 07/08/2021, 16:36:17 UTC
ভাই আমি দেখতেছি কিছু একাউন্টে মেরিট আছে তারপরও তারা
JR মেম্বার পাইতেছে না এটা কি?
জুনিয়র মেম্বার হতে হলে আপনাকে অবশ্যই ১টি মেরিট এবং ৩০ টি এক্টিভিটি লাগবে। এই দুইটা টার্গেট ফিল আপ হলে তখনই আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন। যে কোন একটা না থাকলে সম্ভব না। আপনি যাদের কথা বলছেন তাদের নিশ্চয়ই এক্টিভিটি কম যার কারনে তারা এখনও জুনিয়র মেম্বার হতে পারেনি। মেটা বোর্ডে গিয়ে ফোরামের নিয়ম, র‍্যাংকিং এর জন্য কি কি লাগে সেটা দেখে নিতে পারেন।