Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক !
by
Review Master
on 07/08/2021, 17:59:47 UTC
⭐ Merited by Little Mouse (1)
এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

পোষ্টটি করেছিলাম যখন ইথিরিয়ামের মূল্য প্রায় ২৪৫০ ডলারে ছিল। আর ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক শেষ হওয়ার পর এখন ইথিরিয়ামের মূল্য ৩০০০ ডলার বেশি চলে গিয়েছে। আর বিটকয়েন যদি বৃদ্ধি পেতে থাকে , তাহলে আশা করা যায় নতুন সর্বোচ্চ মূল্যতে যেতে পারে।  Cheesy


ধন্যবাদ ভাইয়া।  একটা প্রশ্ন আমি VERA  (pancakeswap) এ সোয়াপ করার চেষ্টা করি কিন্তু ফেইল্ড হয়ে যায়। কিন্তু আমি তাদের ওয়েবসাইট এ গিয়ে swap করি নি।কোন সমস্যা হবে কি? আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো এয়ারড্রপ থেকে পেয়েছি তাই পেনকেকসোয়াপ এ গিয়ে সোয়াপ করি কিন্তু ফেইল্ড হয়। এখন কি কোন সমস্যা হবে?



ওই টোকেনটি হলো একটি ভুয়া টোকেন, আপনি ওটা এক্সচেঞ্জ করতে পারবেন না, কেননা ওদের স্মার্ট কন্ট্রাকটি ওমন করেই তৈরি করা হয়েছে। শুধুমাত্র তাদের ওয়েবসাইটে এক্সচেঞ্জ করা যাবে , যেন অন্যদের ওয়ালেটের প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেজ নিতে পারে। আর একটি বিষয় Bscscan ইতিমধ্যে ওদের কন্ট্রাক এড্রেসকে ফিসিং কন্ট্রাক হিসেবে ট্যাগ করে দিয়েছে। তাই ওই টোকেন নিয়ে কোনো আশাই রাখেন নাহ।  Wink



ভাই আমি দেখতেছি কিছু একাউন্টে মেরিট আছে তারপরও তারা
JR মেম্বার পাইতেছে না এটা কি? নাকি জিয়ার মেম্বার হওয়ার জন্য কপার মেম্বার হওয়া লাগবে আগে যদি আমাকে বলেন তাহলে অনেক উপকার হত আর যেহেতু আমি বাঙালি তাই এক বাঙালি আরেক বাঙালিকে সাহায্য করা উচিত

প্রথমত শুধুমাত্র মেরিট হইলেই হবে না, বরং মেরিট ও এক্টিভিটি থাকতে হবে। কেবল তখনই আপনি জুনিয়র মেম্বার হবে। বিস্তারিত জানতে এই পোষ্টটি ভালো করে পড়ুন: https://bitcointalk.org/index.php?topic=631891.msg53602200#msg53602200