Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 09/08/2021, 16:43:20 UTC
⭐ Merited by Little Mouse (1)
   <-- snip -->

”ডাস্ট এ্যাটাক” বর্তমানে একটি কমন বিষয় হয়ে দাড়িয়েছে বিশেষ করে বিএসসি নেটকওয়ার্কে। এরা কিছু কিছু ফ্রি টোকেন সেন্ড করে ওয়ালেটে। নতুনরা সেটা যখন দেখে সেল করলে কিছু ডলার পাওয়া যাবে তখন তাদের মাথায় কাজ করেনা।

এইজন্য সকলের উচিত বিভিন্ন বিষয়ে আগে জানা। আর একটি বিষয় হলো যে, স্ক্যামাররা যেকোন উপায় খুজে বের করবে যদি কোনো কিছুর হাইপ/ট্রেন্ড চলতে থাকে। তাই সকলকেই সতর্ক থাকা উচিত এবং টাকা চিন্তা আগে না করে সকল বিষয় নিয়ে ভালো করে বিশ্লেষণ করা। তাহলে স্ক্যামাররা তাদের কাজে সফল হতে পারবে না।  Grin


আমার বাসা টাঙ্গাইল আমি এই ফোরামে আজকের নতুন।

পুরাতন পোষ্টে রিপ্লাই না দেওয়া খুবই ভালো হবে, যদি না সেটি কোনো তথ্যমূলক পোষ্ট হয়। আর ক্রিপ্টোকারেন্সি+ব্লকচেইন দুনিয়াতে আপনাকে স্বাগতম এবং ব্যক্তিগত তথ্য কারো সাথে বিনিময় না করাই ভালো, যেহেতু ক্রিপ্টো এখনো সম্পূর্ণরূপে বাংলাদেশে বৈধ না। আর বাংলা বোর্ডের প্রথম পোষ্টে যেসকল পোষ্টের লিংক করে দেওয়া হয়েছে, সেগুলো পড়ুন এবং ফোরাম সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন।  Wink





একটি বিশেষ বিজ্ঞপ্তি বাঙালি ফোরাম ব্যবহারকারীদের জন্য




আমি লক্ষ্য করেছি যে, বিভিন্ন ব্যবহারকারী অনেক সময় মেরিট প্রদানের প্রতিযোগিতা করে, হোক সেটি কোনো ক্রিপ্টো নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রতিযোগিতা কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। তাই আমি সিদ্বান্ত নিয়েছি যে, আমাদের বাংলা ফোরামের সকল ব্যবহারকারীদের জন্য একটি Meme Contest ( মিম প্রতিযোগিতা ) করবো। আর এটির জন্য অবশ্য আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ দিয়ে সেরাদের পুরস্কৃত করবো। আশা করি, সকলে অংশগ্রহণ করবেন। তাই নিয়মগুলো দেখে নিন।

প্রতিযোগিতার নিয়ম-নীতি:
  • Full member এর কম পদের যেকোনো ব্যবহারকারী এতে অংশগ্রহণ করতে পারবে এবং যতটি ইচ্ছা তৈরি করতে পারবে।
  • অন্যকারো কাজ/মিম কপি করা যাবে নাহ এবং আপনি যে মিমটি তৈরি করবেন, সেটির চিন্তাভাবনা আপনার মাথায় কেমন করে আসলো। সেই বিষয়টি মিমের সাথে উল্লেখ করতে হবে।
  • প্রথম তিনজনকে সমান অর্থে পুরস্কৃত করবো ( মোট রিওয়ার্ড/অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি)
  • আর কেউ মেরিট চেয়ে কোনো পোষ্ট করবেন নাহ এবং এমনটি কেউ যদি করেন, তাহলে আপনার পোষ্টটি ভালো হওয়া সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।
  • এই প্রতিযোগিতায় কেউ তার অল্ট একাউন্ট ব্যবহার করতে পারবেন নাহ। এককথায় যারা খারাপ পোষ্ট কিংবা বাউন্টিতে দুর্নীতি করতে যেয়ে, নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন।
  • উচ্চপদের মেম্বাররা চাইলে ভালো পোষ্টদাতা বাছাইকরণে ভোট কিংবা মতামত দিতে পারেন।

মিম তৈরি করার জ্ন্য কিছু বিষয়: ক্রিপ্টোকারেন্সি-ব্লকচেইন সম্পর্কিত, বাংলাদেশ ও ক্রিপ্টোকারেন্সি, ডেফি-ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বিভিন্ন ট্রেন্ড/হাইপ, শিক্ষামূলক প্রভৃতি।
প্রতিযোগিতার সময়সীমা: এক মাস ( আজকে থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত )
পোষ্ট করার পদ্ধতি:
Code:
আমার তৈরিকৃত মিম: ______( মিমটির লিংক )______
মিমটি তৈরির করার কাহিনি: _____( বিস্তারিতভাবে বিবরণ দিবেন )____