Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Rahman11
on 10/08/2021, 15:03:56 UTC




আমি লক্ষ্য করেছি যে, বিভিন্ন ব্যবহারকারী অনেক সময় মেরিট প্রদানের প্রতিযোগিতা করে, হোক সেটি কোনো ক্রিপ্টো নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রতিযোগিতা কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। তাই আমি সিদ্বান্ত নিয়েছি যে, আমাদের বাংলা ফোরামের সকল ব্যবহারকারীদের জন্য একটি Meme Contest ( মিম প্রতিযোগিতা ) করবো। আর এটির জন্য অবশ্য আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ দিয়ে সেরাদের পুরস্কৃত করবো। আশা করি, সকলে অংশগ্রহণ করবেন। তাই নিয়মগুলো দেখে নিন।

প্রতিযোগিতার নিয়ম-নীতি:
  • যেকোনো ব্যবহারকারী এতে অংশগ্রহণ করতে পারবে এবং যতটি ইচ্ছা মিম তৈরি করতে পারবে।
  • অন্যকারো কাজ/মিম কপি করা যাবে নাহ এবং আপনি যে মিমটি তৈরি করবেন, সেটির চিন্তাভাবনা আপনার মাথায় কেমন করে আসলো। সেই বিষয়টি মিমের সাথে উল্লেখ করতে হবে।
  • প্রথম তিনজনকে সমান অর্থে পুরস্কৃত করবো ( মোট রিওয়ার্ড/অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি)
  • আর কেউ মেরিট চেয়ে কোনো পোষ্ট করবেন নাহ এবং এমনটি কেউ যদি করেন, তাহলে আপনার পোষ্টটি ভালো হওয়া সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।
  • এই প্রতিযোগিতায় কেউ তার অল্ট একাউন্ট ব্যবহার করতে পারবেন নাহ। এককথায় যারা খারাপ পোষ্ট কিংবা বাউন্টিতে দুর্নীতি করতে যেয়ে, নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন।
  • উচ্চপদের মেম্বাররা চাইলে ভালো পোষ্টদাতা বাছাইকরণে ভোট কিংবা মতামত দিতে পারেন।

মিম তৈরি করার জ্ন্য কিছু বিষয়: ক্রিপ্টোকারেন্সি-ব্লকচেইন সম্পর্কিত, বাংলাদেশ ও ক্রিপ্টোকারেন্সি, ডেফি-ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বিভিন্ন ট্রেন্ড/হাইপ, শিক্ষামূলক প্রভৃতি।
প্রতিযোগিতার সময়সীমা: এক মাস ( আজকে থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত )
পোষ্ট করার পদ্ধতি:
Code:
আমার তৈরিকৃত মিম: ______( মিমটির লিংক )______
মিমটি তৈরির করার কাহিনি: _____( বিস্তারিতভাবে বিবরণ দিবেন )____




মাত্র ৩ জন? আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো না? মানে আমি অত্নত জিতার আশা করতে পারতাম আর কি  Grin
[/quote]
মেরিট চেয়ে পোষ্ট কেন করবে? মেরিট অবশ্যই দরকার এবং সেটা নাহলে একাউন্টের তেমন মূল্য থাকেনা যদি তিনি বাউন্টি এবং সিগনেচার ওয়ার্ক করতে চান তবে সচেয়ে সমস্যা হচ্ছে ভাল পোষ্ট করেও অনেকেই হতাশাগ্রস্ত হন কারন কেউ মেরিট দেয়না তাই আসলে যিনি পোষ্ট দ্বারা উপকার পাবেন তিনি অবশ্যই অন্তত একটা মেরিট দিলে ভাল হয় তাই এইব্যাপারে আমাদের সবারি আগ্রহ থাক উচিৎ।