Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা
by
asif0990
on 16/08/2021, 10:08:41 UTC
হ্যালো ব্রো,
কোন কারণ ছাড়া অ্যাকাউন্ট গুলি সাসপেন্ড হয় কেন? হোম পেজে লিখা থাকে কনো এক মডারেটর একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ডাইরেক্ট ম্যাসেস বা স্পাম এর কারনে,আসলে আমি তো কাউকে ই ম্যাসেস করিনি আর স্পাম ও করিনি।আমি বাউন্টিতে রিপ্লে করে সাইন আউট করে চলে গেছি।পরে লগ ইন করে দেখলাম আমার একাউন্ট সাসপেন্ড।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিওর রাখতে পারবো ?
আইডি সাসপেন্ড সাধারণত করা হয় যদি কেউ কপি পোস্ট করে, স্পাম করে বা গুগল থেকে কোন কিছু কপি করে এনে সেটা পোস্ট করা ইত্যাদি তাছাড়া আর একটি আছে সেটি হল মাল্টিপল একাউন্ট ব্যবহার করা। আমি যদি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন এবং সেই গুলো অ্যাকাউন্ট একই ফোনে অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার এ ব্যবহার করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট অবশ্যই সাসপেন্ড করে দেওয়া হবে। একাধিক একাউন্ট একই ফোনে অথবা ল্যাপটপ ব্যবহার করা হচ্ছে কিনা সেটা বের করা খুব সহজ। যেমন আপনি একটি ফোন দিয়ে দুটো একাউন্ট ব্যবহার করেন। আপনি প্রথমে আপনার ফাস্ট একাউন্ট দিয়ে পোস্ট করবেন তারপর লগআউট করে আপনার সেকেন্ড একাউন্ট দিয়ে পোস্ট করেন তাহলে আপনার একাউন্ট সাসপেন্ড হবে কারণ প্রতিটা পোস্টে ফোন বা ল্যাপটপ এর আইপি অ্যাড্রেস রয়ে যায়। তাই অতি সহজে ধরা যায় যে আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন।