Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
projapoti
on 24/08/2021, 08:05:01 UTC
আমি আমার অন্য একাউন্ট দিয়ে ঢুকেছি। সে আমার একাউন্টে ঢুকে ইমেইল চেঞ্জ করার জন্য আবেদন করেছে। এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু তারা আমার অ্যাকাউন্ট  লক করে দিছে।  এখন আমি কি করতে পারি।
আপনার ইমেল যদি হ্যাক না হয় বা আপনার ইমেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ না জানে তবে যতই আবেদন করুক ইমেল চেঞ্জ করতে পারবে না। তবে ভুল করেও আপনি ঐসব আবেদন গ্রহন করবেন না। অন্য কেউ আপনার একাউন্ট লক করতে পারবে না। আপনি চেষ্টা করতে থাকুন। এক সময় আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।