Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
coincapbd
on 25/08/2021, 19:29:21 UTC
আমার  bitcointalk একাউন্ট এর ইমেইল অন্য কেউ চেঞ্জ করতে চাচ্ছে। এখন আমি ঢুকতে পারতেছি না। এখন আমি কি করতে পারি।
আপনি যদি আপনার একাউন্টে না ঢুকতে পারেন তবে এই পোস্টটি লিখলেন কিভাবে?
আপনার ইমেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে তবেই সে আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করতে পারবে। তবে সবচেয়ে ভাল হবে আপনি আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করে ফেলেন। নতুন একটা ইমেল খুলে সেই ইমেলকে আপনার একাউন্টে সেট করে দেন।
আমি আমার অন্য একাউন্ট দিয়ে ঢুকেছি। সে আমার একাউন্টে ঢুকে ইমেইল চেঞ্জ করার জন্য আবেদন করেছে। এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু তারা আমার অ্যাকাউন্ট  লক করে দিছে।  এখন আমি কি করতে পারি।
যে email দিয়ে locked account টি বানিয়েছিলেন সেটা থেকে আপনার username উল্লেখ করে recoveries_2021_xxlgg [at] bitcointalk.org তে mail করুন। বিস্তারিত জানার জন্যে এই topic টি দেখুন - https://bitcointalk.org/index.php?topic=5089777.0.

প্রথমে আমি মনে করেছিলাম আমার ইমেইল হ্যাক করে হ্যাকার bitcointalk এর একাউন্ট হ্যাক করে নিয়েছে। তারপরে ভাল করে দেখার পরে বুঝলাম আমার ইমেইল এড্রেস হ্যাক না করে আমার  bitcointalk এর password  এবং ইমেইল চেঞ্জ করে ফেলেছে। এটা কি করে সম্ভব আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আমার দুইটা একাউন্ট ছিল দুই ওটা একাউন্ট সে একই কাজ করছে। আর যে ইমেইল গুলো আমি ব্যবহার করেছিলাম bitcointalk এর একাউন্টে এই ইমেইলগুলো তার জানার কথা ছিল না। আমি বুঝতে পারতেছিনা অ্যাকাউন্ট হ্যাক করে তার লাভ কি হবে। কারো যদি এই সম্পর্কে একটু বিস্তারিত জানা থাকে একটু বলতে পারলে অনেক উপকার হবে আমার।